সবকিছু আজ তরল, কারোতো নেই আকার,
নতুন চাঁদের আলোয় পুড়ে মৃত্যুও আজ ছার ।
চোখের ডগায় ময়লা পুরা আউড়ে নখ
আমার মাঝে লক্ষ আমি হয়েছি আটক ।
দেব দেব করছি ভাতের থালায় ইস্তফা
ক্ষুৎ পড়েছে মৃত্যুতে, জীবন জীবন জপা...
চোখে চোখে চড়িয়েছে কে যেন সব গেলাপ
যন্ত্র আছে - আশীর্বাদেই লাগে সকল শাপ !
জলকাক দোয়ারে দাঁড়িয়েছে এসে,
ওরই পালক গেঁথেছি সব কেশে ।
মেলার মাঝে খোঁজে ফিরি এদিক ওদিক...
লোকেদের কথায় আমি বেশ্যার প্রেমিক ।।
নতুন চাঁদের আলোয় পুড়ে মৃত্যুও আজ ছার ।
চোখের ডগায় ময়লা পুরা আউড়ে নখ
আমার মাঝে লক্ষ আমি হয়েছি আটক ।
দেব দেব করছি ভাতের থালায় ইস্তফা
ক্ষুৎ পড়েছে মৃত্যুতে, জীবন জীবন জপা...
চোখে চোখে চড়িয়েছে কে যেন সব গেলাপ
যন্ত্র আছে - আশীর্বাদেই লাগে সকল শাপ !
জলকাক দোয়ারে দাঁড়িয়েছে এসে,
ওরই পালক গেঁথেছি সব কেশে ।
মেলার মাঝে খোঁজে ফিরি এদিক ওদিক...
লোকেদের কথায় আমি বেশ্যার প্রেমিক ।।
2 মন্তব্যসমূহ
সুন্দর!
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন